৪ নভেম্বর কলকাতায় পদক গ্রহণ করবেন চেয়ারম্যান কাশেম খান


মহাবঙ্গ সাহিত্য সংস্কৃতি পর্ষদ ও আন্তর্জাতিক মাদার তেরেসা রিচার্স কাউন্সিল কর্তৃক সমাজ সেবায় চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আগামী ৪ নভেম্বর রোববার ভারতের কলকাতায় বাংলা একাডেমির শিশির মঞ্চ চত্বরের সভাস্থলে পদক ও পুরস্কার গ্রহণ করবেন চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কাশেম খান। তিনি ইতিপূর্বে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় একাধিক সম্মাননা পদক ও সনদপত্র গ্রহণ করেছেন।
গত ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি কর্তৃক সনদপত্র ও সম্মাননা পদক এবং ১৬ অক্টোবর বিশ^বঙ্গ সোসাইটি (বিবিএস) কর্তৃক সনদপত্র ও সম্মাননা পদক গ্রহণ করেছেন। চেয়ারম্যান কাশেম খান বলেন, এ অবদান আমার একার নয়। এটা আমার প্রাণপ্রিয় ইউনিয়নবাসীর। আমি যেনো পদক গ্রহণ শেষে সুস্থভাবে সকলের মাঝে ফিরে আসতে পারি সেজন্যে সকলের নিকট দোয়া কামনা করছি।