• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

যে নেত্রী খুব সহজে মানুষকে আপন করে নিতে পারেন

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৮, ১২:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে অংশগ্রহণ শেষে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী হয়ে দেশে ফিরছিলাম। বিমানবন্দরে ঢাকা আসবার জন্যে অপেক্ষমাণ যাত্রীদের সাথে বসলাম ঘন্টাদু'য়েক। অনেক গল্প, অনেক ছবি তোলা, অনেক সুখ-দুঃখের কাহিনী শোনা হলো। আমাদের দু’জন বোন ফিরছিলেন সৌদী আরব থেকে। হাসিনা বেগম আর নূর বানু। একজন মীরপুরের আরেকজন নীলফামারীর। তাদের সাথে তোলা সেলফি। আমাদের সব শ্রমজীবী বোনেরা ভালো থাকুক। নিরাপদে থাকুক। পরিবারকে সুখে রাখবার জন্যে যে বোনেরা দেশে কিংবা বিদেশে দিনরাত অসম্ভব পরিশ্রম করেন তাদের মুখের একটু হাসি ফোটাতে আমরা যেনো কেউ কার্পণ্য না করি।   সংগ্রহ : ডাঃ দীপু মনি এমপির ফেসবুক থেকে।

 

সর্বাধিক পঠিত