দীপু মনির প্রশংসায় ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধণ শ্রীংলা বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনির ভূয়শী প্রশংসা করেছেন। হাইকমিশনার গতকাল শুক্রবার চাঁদপুর সফরকালে স্থানীয় সার্কিট হাউজের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, আমি দীপু মনির নিমন্ত্রণে চাঁদপুর এসেছি। দীপু মনি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ভারতের সাথে বাংলাদেশের সীমানা চুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। আমি নিজের চোখে দেখেছি দীপু মনি তাঁর দেশের জন্যে, জনসাধারণের জন্যে, সরকারের জন্যে কতটা আন্তরিকভাবে কাজ করেছেন। তিনি দীপু মনিকে একজন উঁচু মাপের রাজনীতিক বলেও আখ্যায়িত করেন। তাঁর এ মন্তব্যের সময় ডাঃ দীপু মনি তাঁর পাশেই দাঁড়িয়ে মনোযোগ সহকারে শুনছিলেন।