• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আইএসএসএইচপি’র কর্মশালা ও কনফারেন্সে যোগ দিতে ডাঃ কানিজ সুলতানার নেদারল্যান্ড গমন

প্রকাশ:  ০১ অক্টোবর ২০১৮, ০৮:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আন্তর্জাতিক সংস্থাÑআইএসএসএইচপি-এর উদ্যোগে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কর্মশালা ও কনফারেন্সে যোগ দিতে চাঁদপুরের আয়কর উকিল অ্যাডঃ শাহ মোঃ আব্দুল কুদ্দুস ও বানেজা আক্তার দম্পতির কৃতী কন্যা ডাঃ কানিজ সুলতানা নেদারল্যান্ডের আমস্টার্ডাম শহরে গমন করছেন। তিনি ইউএসএইড-এর অর্থায়নে পরিচালিত ‘পপুলেশন কাউন্সিল’ নামক বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত আছেন। এক্লাম্পসিয়া নির্মূলকরণ প্রকল্পের আওতায় তিনি একজন গবেষক হিসেবে কাজ করছেন এবং তাঁর গবেষণার বিষয় হচ্ছে ‘বাংলাদেশে মাতৃমৃত্যুর দ্বিতীয় শীর্ষকারণ এক্লাম্পসিয়া ও প্রি-এক্লাম্পসিয়া প্রতিরোধ  এবং ব্যবস্থাপনা’।
    প্রতি বছর বাংলাদেশে পাঁচ হাজার হতে ছয় হাজার গর্ভবতী নারী এক্লাম্পসিয়া ও প্রি-এক্লাম্পসিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এক্লাম্পসিয়া ও প্রি-এক্লাম্পসিয়াজনিত মাতৃমৃত্যু হ্রাসের লক্ষ্যে বাংলাদেশের চারটি জেলার (কুমিল্লা, টাঙ্গাইল, রংপুর, ভোলা) মোট বারটি উপজেলায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশে এক্লাম্পসিয়া ও প্রি-এক্লাম্পসিয়ার বর্তমান হালচিত্র তুলে ধরে ডাঃ কানিজ সুলতানা কনফারেন্সে তাঁর গবেষণাপত্র উপস্থাপন করবেন এবং পাশাপাশি তাদের প্রকল্পে এক্লাম্পসিয়া ও প্রি-এক্লাম্পসিয়া হ্রাসকরণে ব্যবহৃত কৌশলসমূহ তুলে ধরবেন।

সর্বাধিক পঠিত