• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তি ইউএনও’র শিক্ষাবান্ধব প্রশংসনীয় উদ্যোগ

প্রকাশ:  ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শাহরাস্তি উপজেলার শিক্ষাবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসহায়ক কর্মকা-ে ব্যতিক্রমী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় তিনি শাহরাস্তি উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের জন্যে আলাদাভাবে ফুটবলসহ অন্যান্য খেলার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন। যেহেতু প্রতিবছর সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে, তাই শিক্ষার্থীরা যেনো সবসময় ফুটবল খেলা অনুশীলন করতে পারে তার জন্যে এ উদ্যোগ। সম্প্রতি উপজেলার ৬টি বিদ্যালয়ে ফুটবল ও অন্যান্য  ক্রীড়াসামগ্রী বিতরণ করেন ইউএনও মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)। পর্যায়ক্রমে উপজেলার সকল স্কুলে এসব ক্রীড়াসামগ্রী পৌঁছানো হবে। ক্রীড়াসামগ্রী বিতরণকালে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। ফুটবল এবং অন্যান্য ক্রীড়াসামগ্রী পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীগণ সকলে আনন্দিত। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া সামগ্রীগুলো সহায়ক হবে বলে শিক্ষকগণ জানান। উপরের ছবিগুলোতে ইউএনওকে শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দিতে দেখা যাচ্ছে। উল্লেখ্য, তিনি ইতিপূর্বেও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গ্রুপ স্টাডি,  একটিভ গার্ডিয়ান ফোরাম প্রভৃতি সৃজনশীল উদ্যোগ গ্রহণ করে সর্বমহলের প্রশংসা কুড়িয়েছেন।

 

সর্বাধিক পঠিত