চাঁদপুরের মেয়ে ইলিনের চিত্র প্রদর্শনী আমেরিকায়
বাংলাদেশের কৃতী সন্তান খুদে চিত্রশিল্পী ইফরিত নাওয়ার ইলিনের যৌথ চিত্র প্রদর্শনী আমেরিকা ৩৬৭৫ অ্যারবোরেটিয়াম ডাঃ ছাসফা মিনেসোটা ৫৫৩১৮-এ গতকাল শনিবার ১৮ আগস্ট রাত ৯টা এবং আজ ১৯ আগস্ট রোববার (ভোর ৩ টা বাংলাদেশ সময়) অনুষ্ঠিত হবে। ইলিন চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকা হোল্ডিং নং : ৯৩১ (সাহিদা মনজিল) নতুন বাজারে বসবাস করছে। পিতা সি.বি.এ’র সাবেক সাধারণ সম্পাদক, জনতা ব্যাংক লিমিটেড, চাঁদপুর কো-অপারেটিভ শাখার অফিসার হিসেবে কর্মরত আছেন। মাতা সাহিন সালমা (এম.এ)। ইলিন বর্তমানে ৯ম শ্রেণীর বিজ্ঞান বিভাগে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত।
ইলিন ছোটবেলা থেকে পড়ালেখার পাশপাশি চিত্রাংকন, নৃত্য ও গান নিয়মিত ভাবে চর্চা করে আসছে। তবে বর্তমানে চিত্রাংকন ও গানের মধ্যে রয়েছে। বাবা, মা, ভাই ও খালামণি তারা ছবি আঁকা খুব বেশি পছন্দ করেন। তাদের ধারণা, আজকের খুদে শিল্পী ইলিন একদিন বড় মাপের চিত্রশিল্পী হবে। ইলিন সবচেয়ে সুন্দর ছবি আঁকে রং ও পেন্সিল স্কেচে। ইলিন চাঁদপুর জেলা শহরের বিভিন্ন চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন পুরস্কার পেয়েছে। ইলিনের প্রথম শিক্ষা প্রতিষ্ঠানের নাম উদয়ন শিশু বিদ্যালয়। ইলিন ৫ বছর বয়স থেকে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা, সংগীত নিকেতনের চিত্রাংকনের শিক্ষক ও চিত্রশিল্পী মনির হোসেন মান্নার কাছে চিত্রাংকন চর্চা করে আসছে। ইলিন স্কুলের পরীক্ষায় চিত্রাংকনের ভালো ফলাফল করার জন্য প্রথম চিত্রাংকন চর্চা শুরু করে এখন পর্যন্ত তা করে আসছে। ইলিনের ছবি আঁকার মাধ্যমগুলো হচ্ছে পেন্সিল স্কেচ, পেন্সিল রং, এক রং, পেস্টেল রং, জল রং, তেল রং, ডটপিন, ক্যানভাস ইত্যাদি। ইলিন দেশ-বিদেশের সকলের দোয়া কামনা করছেন।