জনপ্রশাসন পদকপ্রাপ্তদের চাঁদপুর চেম্বারের অভিনন্দন
‘এই প্রাপ্তি আমাদের জন্যেও গর্বের এবং গৌরবের’
প্রকাশ: ২৫ জুলাই ২০১৮, ১০:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমানসহ চাঁদপুরের আরো যে দু’জন সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা জনপ্রশাসন পদক পেয়েছেন, তাঁদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। চাঁদপুর চেম্বারের পক্ষ থেকে সভাপতি আলহাজ¦ মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম এক অভিনন্দন বার্তায় বলেন, এই প্রাপ্তি আমাদের জন্যেও গর্বের এবং গৌরবের। এটি সরকারি কর্মকর্তাদের আরো বেশি কতর্ব্যনিষ্ঠা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে আমাদের দৃঢ় বিশ^াস। জনসেবা ও সততায় তাঁরা নিজেদের আরো বেশি আত্মনিয়োগ করবে এমনটাই প্রত্যাশা। আমরা তাঁদের দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।