নির্জাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হাজীগঞ্জে বিএনপি প্রার্থীর পথসভা পন্ড
হাজীগঞ্জে আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির পথসভা পন্ড করে দিয়েছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বেলচোঁ বাজারে প্যান্ডেল সাজিয়ে চেয়ার-টেবিল দিয়ে বিএনপির পথসভার আয়োজন করেন। সভায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিঃ মমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা। কিন্তু প্রধান অতিথি সভায় উপস্থিত হওয়ার পূর্বেই পুলিশের বাধায় সভাটি প- হয়ে যায়।
হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক রিপন মোল্লা জানান, দিনভর গণসংযোগ শেষে ইঞ্জিঃ মমিনুল হকের পথসভার আয়োজন করা হয়েছিলো। পুলিশ গিয়ে সব ছত্রভঙ্গ করে দেয়। চেয়ার-টেবিল মাটিতে ফেলে দিয়েছে।
সভাটি পন্ড করার বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুল মান্নান বলেন, ঘটনাস্থল থেকে একজনকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় আনা হয়েছে।