• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিনামূল্যে হৃদরোগীদের পরামর্শ দিচ্ছে জেড. এইচ. সিকদার কার্ডিয়াক কেয়ার সেন্টার

প্রকাশ:  ০৪ অক্টোবর ২০১৭, ১৩:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বিশ্ব হার্ট দিবস উদযাপনের লক্ষ্যে শোভাযাত্রা করেছে জেড. এইচ. সিকদার কার্ডিয়াক কেয়ার ও রিসার্চ সেন্টার এবং  জেড. এইচ. সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল। বুধবার সকালে গুলশানস্থ জেড. এইচ. সিকদার কার্ডিয়াক কেয়ার ও রিসার্চ সেন্টার থেকে এই শোভাযাত্রা শুরু হয়। 

শোভাযাত্রাটি গুলশান ১ ও ২ এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতালের সামনে এসে শেষ হয়। কার্ডিয়াক কেয়ার সেন্টারের প্রধান কার্ডিও থোরাসিক ও ভাসকুলার সার্জন ও হাসপাতাল প্রশাসক ডা. লোকেশ বিএম, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ ব্যাবস্থাপনা পরিচালক এএসএম বুলবুল, হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. সাইজউদ্দিন, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. হারুন-অর-রশীদ, ডা. মাসুদ সিনহা, ডা. শামীম, অন্যান্য চিকিৎসকবৃন্দ ডা. মনির, ডা. বাবর, ডা. হরিপ্রকাশ চক্রবর্তী, ডা. মোহন কুমার, ডা. শেখ জিন্নাতও ডা. নাজির এবং কর্মকর্তা ও শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শোভাযাত্রার মাধ্যমে হৃদপিন্ডের বিভিন্ন অসুখ সম্পর্কে মানুষকে সচেতন করা হয়। একই সাথে জানানো হয়, বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে পুরো অক্টোবর মাস জুড়ে বিনামূল্যে হৃদরোগীদের পরামর্শ প্রদান করবেন প্রখ্যাত ভারতীয় কার্ডিও থোরাসিক সার্জন ডা. লোকেশ বিএম। একই সাথে পুরো অক্টোবর মাস জুড়ে গুলশানস্থ জেড. এইচ. সিকদার কার্ডিয়াক কেয়ার ও রিসার্চ সেন্টারে বিভিন্ন চিকিৎসা সেবার উপর উল্লেখযোগ্য ছাড় থাকবে।

সর্বাধিক পঠিত