• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

টিভির পর্দায় ঈদের নাটক

প্রকাশ:  ০৭ জুন ২০১৯, ১১:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মি. রোমিও : ঈদ উপলক্ষে বি ইউ শুভ নির্মাণ করেছেন ৭ পর্বের ধারাবাহিক ‘মি. রোমিও’। নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবিন চৌধুরী, জনি প্রমুখ। নাটকটি প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটে একুশে টিভিতে প্রচারিত হবে।

ফিরে তাকাও : তাহসান খান, ফারিন ও শবনম ফারিয়া অভিনীত ‘ফিরে তাকাও’ শিরোনামের নাটক নির্মাণ করেছেন ইমরুল রাফাত। এনটিভিতে নাটকটি ঈদের পঞ্চম দিন রাত ১১টা ১৫ মিনিটে প্রচারিত হবে।

নীল তারার গল্প : গোলাম সরওয়ার অনিকের রচনায় বি ইউ শুভ নির্মাণ করেছেন নাটক ‘নীল তারার গল্প’। অভিনয় করেছেন অপূর্ব, লামিয়া প্রমুখ। ঈদের দিন রাত ৮টা ৪৫ মিনিটে নাটকটি দেশ টিভিতে প্রচারিত হবে।

সৌদি গোলাপ : এনটিভিতে ঈদে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক ‘সৌদি গোলাপ’। বৃন্দাবন দাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা, আরফান আহমেদ, প্রাণ রায়, সাজু খাদেম, শাহনাজ খুশী, রিমু রেজা খন্দকার, মাসুদ হারুন, কাদেরী, রেজা জামান প্রমুখ।

লেডি কিলার : ঈদের পঞ্চম দিন রাত ৭টা ৫০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে মাবরুর রশীদ বান্নাহর নাটক ‘লেডি কিলার’। এতে অভিনয় করেছেন তাহসান খান ও নুসরাত ইমরোজ তিশা।

আমি গাধা বলছি : এশিয়ান টিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায় প্রচার হবে। ফারহান আহমেদ জোভান ও ফারিন অভিনীত নাটক ‘আমি গাধা বলছি’। ইমরুল রাফাতের রচনা ও পরিচালনায় নাটকটিতে আরো রয়েছেন শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু প্রমুখ।

গল্পটি শেষ হয়নি : ঈদের দিন থেকে ১০ম দিন পর্যন্ত রাত ৭টা ৩০ মিনিটে। এটিএন বাংলায় প্রচার হবে ঈদের ১০ পর্বের ধারাবাহিক ‘গল্পটি শেষ হয়নি’। মোহন খানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সজল, ভাবনা, অবাক, বন্যা, অনিক, নাজিরা মৌ, স্নেহাসহ আরো অনেক।

শেষটা সুন্দর : ঈদের তৃতীয় দিন চ্যানেল নাইনে প্রচার হবে মিজানুর রহমান আরিয়ানের নাটক ‘শেষটা সুন্দর’। নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী।

অন্যদিন : সারিকা ও জোভানকে নিয়ে তুহিন হোসেন নির্মাণ করেছেন নাটক ‘অন্যদিন’। ঈদের দিন রাত ৮টায় নাটকটি বাংলাভিশনে প্রচারিত হবে।

রং চা : ঈদের ৭ দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এনটিভিতে প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক ‘রং চা’। এজাজ মুন্নার রচনায় নাটকটি পরিচালনা করেছেন অসীম গোমেজ। এতে অভিনয় করেছেন সাজু খাদেম, ইন্তেখাব দিনার, আরফান আহমেদ, নাঈম, ফারহানা মিলি, মৌটুসী, অর্ষা, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম, ফারুক আহমেদ, শিখা মৌ, তারিক স্বপন প্রমুখ।

বেদের মেয়ে  : ঈদের ষষ্ঠ দিন সন্ধ্যা ৬টায় এটিএন বাংলায় প্রচার হবে নাটক ‘বেদের মেয়ে’। শাহজাহান সৌরভের রচনায় নাটকটি পরিচালনা করেছেন প্রীতি দত্ত। অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও ইয়াস রোহান।

সর্বাধিক পঠিত