• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

লাগাতার তাপপ্রবাহে অতীষ্ট জনজীবন

প্রকাশ:  ৩০ এপ্রিল ২০২১, ১১:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বৈশাখ মাসের অর্ধেক শেষ হয়ে গেলো। নেই কোনো ঝড়-বৃষ্টি। লাগাতার দাবদাহ চলছে। গ্রীষ্মের প্রচ- খরতাপে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিশু হতে শুরু করে সব বয়সী মানুষ অস্বাভাবিক গরমে নানা রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে শিশুরা ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে বেশি। কিন্তু আবহাওয়াবিদদের পূর্বাভাসে এমনটা ছিল না। তাদের পূর্বাভাস ছিল এপ্রিলের ২৪/২৫ তারিখের দিকে বৃষ্টি হতে পারে। এরপর তাপমাত্রা কমে যাবে। তাদের এ পূর্বাভাস প্রতিফলিত হয় নি। তাই তারা বাকরুদ্ধ।
চাঁদপুরে বর্তমানে আবহাওয়ার বিষয়ে কথা হয় চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণ অফিসে। এ অফিসের সিনিয়র পর্যবেক্ষক শামছুল হক জানান, আবহাওয়াবিদদের পূর্বাভাস ছিল ২৪/২৫ এপ্রিল থেকে বৃষ্টি হবে। কিন্তু সেটা তো হলো না। তারাও বুঝতে পারছেন না কেনো আবহাওয়ার এমন বৈরীভাব। তিনি বললেন, আসলে এটা তো সম্পূর্ণ আল্লাহর হাতে। তাই তাঁর ইচ্ছার উপরই ছেড়ে দিতে হচ্ছে। এছাড়া আর বলার কিছু নেই।
চাঁদপুরের তাপমাত্রার বিষয়ে এই পর্যবেক্ষক জানান, এই গ্রীষ্ম মৌসুমে চাঁদপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল গত ২৫ এপ্রিল। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর সর্বোচ্চ ছিলো ২৪ এপ্রিলে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ‘বৃষ্টি হবে কি না সহসা’ এমন প্রশ্নের জবাব তিনি আল্লাহর ইচ্ছার উপর ছেড়ে দিলেন।

 

সর্বাধিক পঠিত