• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

কোনো প্রতিনিধি নয়, কর্মকর্তাদের সশরীরে আসতে হবে

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০২১, ১৩:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ জানুয়ারি সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি তাঁর বক্তব্যে বলেন, জেলা উন্নয়ন সমন্বয় সভায় সংশ্লিষ্ট সকলে সশরীরে আসতে হবে। কোনো প্রতিনিধি পাঠানো যাবে না। প্রতিনিধিরা সঠিকভাবে তথ্য উত্থাপন করতে পারেন না। তিনি বলেন, সরকার দেশের উন্নয়নে যে কতোটা জনমুখী ও জনবান্ধব, তা প্রচার না করলে জনগণ জানবে কীভাবে। সরকারের উন্নয়নমূলক কাজগুলো জনগণকে জানাতে হবে। আজ থেকে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প চালু করে দিতে হবে। ধানের চারা বড় হয়ে গেলে ফলন কম হবে। তাই কোনোভাবেই একদিনের জন্যে দেরি করা যাবে না। চাঁদপুর পৌরসভার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়টি মেয়রের সাথে বসে নিস্পত্তি করতে হবে। তড়িঘড়ি করে পৌরসভার বিদ্যুৎ লাইন কাটা যাবে না। বিদ্যুতের সাথে পানি সরবরাহের বিষয়টি জড়িয়ে আছে।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার), ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ হাবিব উল করিম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী, জেলা মাদকদ্রব্য সহকারী পরিচালক দিদারুল আলম, জেলা তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহম্মেদসহ জেলার সকল কর্মকর্তা ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত