• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে ৫৭ রিপোর্টে নতুন করে ২ জনের করোনা শনাক্ত

প্রকাশ:  ১২ জানুয়ারি ২০২১, ০৯:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সারাদেশের তুলনায় চাঁদপুরে করোনা শনাক্তের আনুপাতিক হার গতকালও ছিলো অনেক কম। চাঁদপুরে গতকাল ৫৭টি রিপোর্ট প্রকাশিত হয়। এতে মাত্র ২ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭শ' জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫শ' ৮১জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়।

সূত্র থেকে আরো জানা যায়, গতকাল ১১ জানুয়ারি সোমবার ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে ৫৭টি স্যাম্পলের করোনা টেস্ট করা হয়। প্রকাশিত করোনা স্যাম্পলগুলো গত ১০ জানুয়ারি রোববার সংগৃহীত। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে গতকাল এ রিপোর্ট প্রকাশিত হয়। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয় ২ জনের, বাদবাকি ৫৫ জনের রিপোর্ট নেগেটিভ আসে। আক্রান্ত দুজনের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়।


চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৮৫ জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সুস্থ এবং মৃতের সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ৩৪জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

সর্বাধিক পঠিত