• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কাতারে বাংলাদেশ এমএইচএম স্কুল এন্ড কলেজে রাষ্ট্রদূত কর্তৃক নতুন বছরের বই বিতরণ

প্রকাশ:  ০৬ জানুয়ারি ২০২১, ২০:০২ | আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২০:১৭
ইউসুফ পাটোয়ারী লিংকন
প্রিন্ট

কাতারে বাংলাদেশ এমএইচএম স্কুল এন্ড কলেজে রাষ্ট্রদূত কর্তৃক নতুন বছরের বই বিতরণ

ইউসুফ পাটোয়ারী লিংকন 

রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন গতকাল সকালে কাতারে অবস্থিত বাংলাদেশ এমএইচএম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করেন।  এসময়, রাষ্ট্রদূত সবার জন্য শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত শিক্ষা বান্ধব ‘বিনামূল্যে বই বিতরণ’ কর্মসূচীর কথা উল্লেখ করে বলেন, ২০১০ সাল থেকে  প্রতিবছর পহেলা জানুয়ারি বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সরকার বিনামূল্যে নতুন বছরের বই বিতরণ করে আসছে। বই বিতরণ অনুষ্ঠানে রাষ্ট্রদূত উপযুক্ত শিক্ষা অর্জনের মাধ্যমে সৎ ও দায়িত্বশীল মানুষ হিসেবে বাংলাদেশ ও কাতারের উভয় সমাজে অবদান রাখার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন।

২০২১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও  স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যথাযথ মর্যাদা সহকারে পালনের জন্য কর্মসূচী নেয়া হয়েছে বলে রাষ্ট্রদূত জসীম উদ্দিন জানান। এসব কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য সকলকে তিনি অনুরোধ জানান। জাতির পিতার সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ভিত্তিক উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণের জন্য ও তিনি সকলের প্রতি আহ্বান জানান।

বই বিতরণ অনুষ্ঠানে দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক ও অর্থনৈতিক) মো: মাহবুর রহমান, বাংলাদেশ স্কুলের পরিচালক মো: আনোয়ার খুরশীদ, প্রিন্সিপাল মো: জসীম উদ্দিন, ভাইস-প্রিন্সিপাল জুলফিকার আজাদ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং সীমিত সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত