• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে করোনায় মৃত বেড়ে ৩জন : আরো ৩৬ জনের রিপোার্ট নেগেটিভ

প্রকাশ:  ০৪ মে ২০২০, ০০:০০
চাঁদপুর প্রতিনিধি।।
প্রিন্ট

চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২ থেকে বেড়ে ৩জন হয়েছে। ফরিদগঞ্জের পূর্ব ধানুয়া গ্রামের আবুল বাসার ওরফে বাসু মিয়া (৭০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে রোববার সকালে রিপোর্ট এসেছে। গত ২৭ এপ্রিল তিনি নিজ বাড়িতে করোনার উপসর্গ নিয়ে মারা যান। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।

এ ঘটনায় বৃদ্ধের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়া তার ক্লোজ কন্ট্রাক্টে যারা ছিলেন তাদের সবার নমুনা সংগ্রহ করা হবে করোনা টেস্টের জন্য।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, রোববার সকালে মৃত ওই বৃদ্ধসহ ৩৭জনের নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। অবশ্য বাকী ৩৬জনের রিপোর্ট করোনা নেগেটিভ এসেছে। মৃত ওই ব্যক্তিসহ চাঁদপুর জেলায় এখন করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯জন।

উল্লেখ্য, গত সোমবার (২৭ এপ্রিল) ভোর রাতে আবুল বাসার জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও পাতলাপায়খানায় আক্রান্ত অবস্থায় মারা যান। করোনার সন্দেহভাজন রোগী হিসেবে ওইদিন দুপুরে তাকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়। তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলা ৯নং গোবিন্দপুর ইউনিয়নের পূর্ব ধানুয়ার মিজি বাড়ি।

সর্বাধিক পঠিত