• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সামাজিক দুরত্ব বজায় রেখে দরিদ্রদের পাশে সদর ইউএনও কর্মকর্তা।

প্রকাশ:  ০৪ এপ্রিল ২০২০, ০৯:৪৩
চাঁদপুর প্রতিনিধি।।
প্রিন্ট

সামাজিক দুরত্ব বজায় রেখে চাঁদপুর সদরের অসহায়, দুঃস্থ, দিন-মজুরদের জন্য খাদ্য নিয়ে ছুটছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা। যেখানে মানুষ জীবন বাঁচাতে পরিবার-পরিজন নিয়ে হোম কোয়ারেন্টিনে রয়েছে, সেখানে তিনি পরিবার পরিজনকে রেখে ত্রাণ নিয়ে ছুটছেন মানুষের বাসা বাড়িতে। গত কয়েকদিন ধরে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে খেটে খাওয়া মানুষের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন।

সর্বশেষ তিনি ৩ এপ্রিল শুক্রবার বিকালে সদর উপজেলার পরিষদের আশেপাশে এলাকা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া উপজেলার ২ শতাধিক দরিদ্র শ্রমজীবী, দুস্থ, অসহায়সহ বসবাসকারীদের সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারি খাদ্য সহায়তা চালআলু, বিস্কুট, ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা এসময়ে বলেন, আসুন সকলেই যার যার অবস্থান থেকে চেষ্টা করি যেনো করোনাকে আমরা মোকাবেলা করতে পারি। আল্লাহ আমাদের সবার সুস্থ্যতা দান করুন।

বিঃ দ্রঃ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ সাইফুল আলম পরিষদের সিএ দিদার হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সর্বাধিক পঠিত