• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো কিশোর রাকিবের

প্রকাশ:  ২৩ এপ্রিল ২০২১, ১৫:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর থেকে আম বোঝাই পিকআপে করে ঢাকায় বড় ভাইয়ের কাছে যাওয়া হলো না রাকিব উকিলের (১৫)। একটি দুর্ঘটনায় তার জীবন প্রদীপ নিভে গেল চিরদিনের জন্যে। চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উকিল বাড়ির সৈয়দ উকিলের ছেলে রাকিব উকিল ঢাকায় রাজমিস্ত্রির কাজ করা বড় ভাই সফিক উকিলের কাছে যাবার জন্য ৩নং ওয়ার্ডের গ্রাম পুলিশ ছৈয়াল বাড়ির জালাল ছৈয়ালের কাঁচা আম বোঝাই পিকআপে করে রওনা দেয়।
গ্রাম পুলিশ জালাল ছৈয়াল হরিণা এলাকা থেকে প্রতিদিন কাঁচা আম সংগ্রহ করে ঢাকার যাত্রা বাড়ি এলাকায় আড়তে বিক্রির জন্য নিয়ে যান। বুধবার সন্ধ্যায় স্থানীয় মালিকের পিকআপ ভাড়া করে আম ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। সেই পিকাপে করে সৈয়দ উকিলের কিশোর পুত্র রাকিব তার বড় ভাইয়ের কাছে যাওয়ার জন্যে রওনা দেয়। রাত সাড়ে ৯ টার দিকে পিকআপটি কুমিল্লার দাউদকান্দি পার হলে কাল বৈশাখীর ঝড়োবাতাস শুরু হয়। এ সময় গাড়ির চালক পিকআপটি রাস্তার পাশে দাঁড় করালে পেছন দিক থেকে আসা আরেকটি গাড়ি পিকআপটিকে ধাক্কা দিলে তা রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কিশোর রাকিব মারা যায়। গ্রাম পুলিশ জালাল ছৈয়ালসহ অন্যরা আহত হন। এদের মধ্যে গ্রাম পুলিশ জালাল ছৈয়ালের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর হরিণা চৌরাস্তা জামে মসজিদ প্রাঙ্গণে রাকিবের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।