• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ শনিবার বাড্ডা ইউলুপ খুলে দেয়া হবে

প্রকাশ:  ২৮ জুলাই ২০১৮, ১০:১৫ | আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১০:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাতিরঝিল-বাড্ডা প্রান্তের ইউ আকৃতির গাড়ি পারাপার সেতু (ইউলুপ) সর্বসাধারণের জন্য আগামীকাল শনিবার থেকে খুলে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে ইউলুপটির উদ্বোধন করবেন।

 

হাতিরঝিল উন্নয়ন প্রকল্পের পরিচালক (রাজউক) জামাল আক্তার ভূঁইয়া সাংবাদিকদের কাছে এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, শনিবার দীর্ঘ প্রতীক্ষিত এই ইউলুপটি উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে ইউলুপটির উদ্বোধন করবেন। এরপরই এটি যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

 

বাড্ডার এই ইউলুপটি চালু হলে যানবাহনগুলো প্রগতি সরণি হয়ে ইউলুপ দিয়ে বাঁক নিয়ে বনশ্রী, আফতাবনগর, রামপুরা বা মালিবাগ অভিমুখে সহজেই যাতায়াত করতে পারবে। পাশাপাশি বাড্ডা পয়েন্টে সৃষ্ট ব্যাপক যানজটেরও নিরসন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সর্বাধিক পঠিত