• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচে ঢাকার লালবাগ ও চাঁদপুর সোনালী অতীত ক্লাবের ম্যাচ ড্র

প্রকাশ:  ০৩ এপ্রিল ২০২১, ১১:৫০ | আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১১:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ঢাকার লালবাগ সোনালী অতীত ও চাঁদপুর সোনালী অতীত ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ। এই ম্যাচে খেলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলসহ ঢাকার মোহামেডান - আবাহনীসহ বিভিন্ন ক্লাবের সাবেক ফুটবলারগণ। অবশ্য এ প্রীতি ফুটবল ম্যাচে কোনো দলই গোল করতে পারেনি। দু’দলের খেলোয়াড়রাই গোলশূন্যভাবে খেলার সমাপ্তি টানেন।
গতকাল ২ এপ্রিল শুক্রবার বিকেলে দু’দলই সাবেক ও বর্তমান সময়ের কয়েকজন ফুটবলারদের নিয়ে মাঠে নামেন। দু’দলের বেশ কয়েকজন ফুটবলার ছিলেন যারা একসময় ঢাকায় জাতীয় ফুটবল দলসহ নামী-দামী বেশ কয়েকটি ক্লাবে খেলেছেন। খেলার প্রথমার্ধ থেকেই স্বাগতিক চাঁদপুর লালবাগের সাথে ভালোই খেলে। চাঁদপুরের মধ্যভাগের খেলোয়াড়রা বেশ ক’টি সুযোগ পেলেও তারা মিস করেছেন। খেলার প্রথামার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।
খেলার দ্বিতীয়ার্ধে দু’দলে বেশ পরিবর্তন আনা হয়। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরই দু’দলই বেশ কিছু খেলোয়াড় পরিবতন করলেও শেষ পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। রেফারীর শেষ বাঁশি বাজা পর্যন্ত দু’দলই গোলশূন্য অবস্থায় ফেরেন।
উল্লেখ্য, লালবাগ ফ্রেন্ডস ভেটারিন্স ক্লাবের সাথে ১-০ গোলে গত ৫ মার্চ হেরেছে চাঁদপুর সোনালী অতীত ক্লাব। ওইদিন ঢাকা লালবাগ এলাকায় দু’দলই মাঠে নেমেছিলেন। চাঁদপুর দলের খেলোয়াড়দের ভুলের কারণে তারা হেরে যায় স্বাগতিকদের সাথে।  
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য আবু নাসের বাচ্চু পাটওয়ারী, ঢাকার লালবাগ ক্লাবের সাবেক ফুটবলার আলহাজ¦ মালা, মোঃ আবু ইউছুফ, মাহবুব,  রিয়াজ, মোঃ ফাতেমী বাবু, এজাজ, সাইদ, তারেক, চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সাবেক ফুটবলার মফিজুল ইসলাম চৌধুরী, চৌধুরী এএস মাহবুব মদিনা, সাবেক অ্যাথলেট আবুল কালাম, সাবেক বাস্কেটবল খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, সাবেক ফুটবলার আব্দুস ছামাদ বাদল, বোরহান খান, আনোয়ার হোসেন মাঝি, শাহজাহান তালুকদার সাহা, একেএম আজাদ, নাসিম আহমেদ টিটু, ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলার রোটারিয়ান কাজী মাইনুল হক জীবনসহ সাবেক ফুটবলার ও ক্রীড়ামোদী দর্শকরা।
খেলার উদ্বোধনী পর্ব এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা এবং চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক জাতীয় ফুটবলার গোলাম মোস্তফা বাবু।
অংশগ্রহণকারী খেলোয়াড়গণ হলেন : ঢাকা লালবাগ সোনালী অতীত ক্লাব- ফারুক, রাশেদ, সোনা মিয়া, আমির, মামুন, সেলিম, সাবু, সাইফুদ্দিন, ওয়াহিদ, আদিল, স্বপন, পাপ্পু, অপু, সুজন, রিয়াজ, রাহাত, রাসেল, নিজাম, জাবেদ, মালেক, সজল, জুয়েল, তপু ও এজাজ। কোচ মোঃ আব্বাছ ও টিম ম্যানেজার মোঃ তারেক।
চাঁদপুর সেনালী অতীত ক্লাব- আমিন মোল্লা, ইউছুফ বকাউল, জসিম পাটওয়ারী, শরীফ, মহসীন, আনোয়ার হোসেন মানিক, মিলন, স্বপন, লাবু, হাছান, মুকুল, পিন্টু, এমদাদ, হারুন, হানিফ, জাহাঙ্গীর গাজী, মোদ্দাছের, রোকন, জিন্নাহ, আলমগীর মুন্সি, কাজী মাইনুল হক জীবন, চৌধুরী এ এস মাহবুব  মদিনা।