• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

শিশুদের ঠা-াজনিত রোগ বাড়ছে, জেনারেল হাসপাতালে শয্যাসঙ্কট

প্রকাশ:  ০৯ নভেম্বর ২০২২, ১৩:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে শুরু হয়েছে শীতের পদধ্বনি। দিনে গরমের রেশ থাকলেও রাতের বেলা অনুভূত হচ্ছে শীত। এমন আবহাওয়ায় জেলার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বাড়ছে শীতজনিত শিশুরোগীর সংখ্যা।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডেও গেল ক’দিন ধরে শিশুরোগীর সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে। হঠাৎ করে শিশু রোগী বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে শয্যাসঙ্কট। তাই অনেক শিশুকেই হাসপাতালের মেঝে ও বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে।
২৫০ শয্যার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এসব শিশু রোগীর অধিকাংশই নি¤œবিত্ত ও অসহায় পরিবারের। প্রতিদিনই প্রায় শতাধিক শিশু এই ওয়ার্ডে ভর্তি হচ্ছে। বেশিরভাগ শিশুই শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগে আক্রান্ত। এছাড়াও জ্বর, সর্দি-কাশি, পেট খারাপসহ অন্যান্য রোগী তো রয়েছেই। অভিভাবকদের অসচেতনতার জন্যই এ সময়ে শিশুরা শীতজনিত অসুখে আক্রান্ত হচ্ছে বলে ধারণা চিকিৎসকদের।
গেল দু সপ্তাহ যাবৎ প্রতিদিনই গড়ে ৯০/১০০ রোগী শিশু ওয়ার্ডে ভর্তি থাকছে। এ ছাড়া বহির্বিভাগে দৈনিক অগণিত শিশু চিকিৎসা নিচ্ছে। মূলত আবহাওয়া পরিবর্তনের জন্যেই শিশু রোগীর চাপ বেড়েছে। শিশু রোগী বাড়ায় দেখা দিয়েছে শয্যাসঙ্কট। তাই অনেক শিশুকেই হাসপাতালের মেঝে ও বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে।
১ নভেম্বর থেকে ৫ নভেম্বর পযর্ন্ত প্রায় ৫ শতাধিক শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে। এদের বেশিরভাগ শিশুই শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগে আক্রান্ত। সূত্র : চ্যানেল আই অনলাইন।

সর্বাধিক পঠিত