• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

কাল রবিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ৭ নভেম্বর

প্রকাশ:  ২৭ অক্টোবর ২০২২, ১০:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বাংলাদেশের আকাশে বুধবার (২৬ অক্টোবর) কোথাও পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে বৃহস্পতিবার রবিউল আউয়াল মাসের ৩০ দিন পূর্ণ হবে। ২৮ অক্টোবর শুক্রবার থেকে রবিউস সানি মাসের গণনা শুরু হবে। সে সুবাদে আগামী ৭ নভেম্বর সোমবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।
বুধবার  সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।
প্রতি বছর ১১ রবিউস সানি ফাতেহা-ই-ইয়াজদহম পালন করা হয়। কিন্তু অনেকেই জানেন না ফাতেহা-ই-ইয়াজদহম কী। ফাতেহা-ই-ইয়াজদাহাম হলো বড় পীর হযরত আবদুল কাদির জিলানী (রহ.)-এর ওফাত দিবস। হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি তিনি ইন্তেকাল করেন। 
‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো। ফাতিহা-ই-ইয়াজদাহম বলতে এগারোতম দিনকে বোঝায়। এই ফাতিহা-ই-ইয়াজদাহম আবদুল কাদের জিলানী (রহঃ)-এর স্মরণে পালিত হয়।
ইসলামের অন্যতম শ্রেষ্ঠ ধর্মনেতা হযরত আবদুল কাদের জিলানী (রহঃ)-এর নাম প্রত্যেক মুসলমানের কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। মুসলমানদের ধর্মীয় জীবনে তাঁর প্রভাব অপরিসীম। তাঁর জীবনী ও কীর্তিগাথা মুসলমানদের হৃদয়ে চিরদিন জীবন্ত হয়ে থাকবে।