• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বাংলাদেশ হিউম্যান রাইটস ল’ইয়ার্স ফোরাম গঠনকল্পে চাঁদপুরে সভা আদালত

প্রকাশ:  ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বাংলাদেশ হিউম্যান রাইটস ল’ইয়ার্স ফোরাম কমিটি গঠনকল্পে চাঁদপুরে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর)  দুপুরে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনের দোতালায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বিএইচআরএলএফের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডঃ ড. গোলাম রহমান ভূঁইয়া। 
চাঁদপুর ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ নঈমুল ইসলামের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডঃ সফিকুর রহমান।
যৌথভাবে সভা পরিচালনা করেন চাঁদপুর ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডঃ শেখ আবুল খায়ের মোঃ সালেহ ও সহ-সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডঃ শাহাজাহান মিয়া।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অ্যাডঃ মিজানুর রহমান, চাঁদপুর ল’ইয়ার্স ফোরামের সদস্য অ্যাডঃ মোহাম্মদ আবুল কালাম আজাদ, অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরাম, অ্যাডঃ মোঃ শাহজাহান খান, অ্যাডঃ মোঃ আঃ কাদের খান, অ্যাডঃ হেলাল উদ্দিন আহমেদ, অ্যাডঃ ইমাম হোসেন, অ্যাডঃ সফিকুল ইসলাম রনি, অ্যাডঃ সাজেদা আক্তার, অ্যাডঃ হেলাল উদ্দিন আহমদ, অ্যাডঃ মোহাম্মদ মুসলিম মিয়াজী, অ্যাডঃ মামুন মিয়াজী, অ্যাডঃ ফাইজানুল হক রিজন প্রমুখ।
সভা শেষে উপস্থিত সকল আইনজীবীর মতামতে বাংলাদেশ হিউম্যান রাইটস ল’ইয়ার্স ফোরাম চাঁদপুরের  আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হিসেবে অ্যাডঃ মোহাম্মদ আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হিসেবে অ্যাডঃ শাহজাহান খানকে নির্বাচিত করা হয়। যুগ্ম আহ্বায়করা হলেন : অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরাম,  অ্যাডঃ আব্দুল কাদের খান, অ্যাডঃ জিসান আহমেদ রিপন ও অ্যাডঃ সাজেদা আক্তার।