• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পদ্মা সেতুর থিম সং-এর গীতিকার কবির বকুলকে শিক্ষামন্ত্রীর অভিনন্দন

প্রকাশ:  ২৬ জুন ২০২২, ১৩:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাঙালির গর্বে একটি স্থাপনা ‘পদ্মা সেতু’। ২৫ জুন শনিবার সকালে মহা ধুমধামে উদ্বোধন হয়েছে স্বপ্নের পদ্মা সেতুর। এই সেতু নিয়ে গত কয়েক দিনে বহু গান রচিত হয়েছে। তার মধ্যে অন্যতম হলো পদ্মা সেতু নিয়ে তৈরি থিম সংটি। যেটি লিখেছেন চাঁদপুরের কৃতী সন্তান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। এদিন সকালে ‘বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, তুমি দিলে পদ্মা সেতু’ শিরোনামে এই গানটি বাজিয়েই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, রফিকুল আলম, মমতাজ বেগম, রেজোয়ানা চৌধুরী বন্যা, কুমার বিশ^জিৎ, বাপ্পা মজুমদার, ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনাসহ মোট ১০ জন তারকা শিল্পী। স্বপ্নজয়ের এই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুরবাসীও যুক্ত ছিল।
এদিন চাঁদপুর স্টেডিয়ামে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসন আয়োজন করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি তাঁর বক্তব্যের এক পর্যায়ে পদ্মা সেতুর উদ্বোধনী থিম সং-এর জন্যে এর গীতিকার কবির বকুলকে ‘আমাদের মেঘনাপাড়ের সন্তান’ বলে অভিনন্দন জানান।