• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট

আজ ২য় সেমি-ফাইনালে লড়বে প্রফেসরপাড়া ও ভাই ভাই স্পোর্টিং ক্লাব

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 আজ রোববার থেকে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে ৮ম বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সেমি-ফাইনাল খেলা। আজ টুর্নামেন্টের ২য় সেমি-ফাইনালে লড়বে প্রফেসরপাড়া ক্রীড়া চক্র ও ভাই ভাই স্পোর্টিং ক্লাব। এই প্রতিযোগিতামূলক ম্যাচে যে দল জয়লাভ করতে পারবে সেই দলই ফাইনালের টিকেট পাবে।
স্থানীয় সাংসদ ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টে অংশ নিয়েছে ৮টি দল। খেলাগুলো নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডে নিতাইগঞ্জকে হারিয়ে প্রফেসরপাড়া এবং শক্তিশালী আবাহনীকে হারিয়ে ভাই ভাই স্পোর্টিং ক্লাব সেমি-ফাইনাল খেলার যোগত্য অর্জন করে ।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু এ প্রতিবেদককে জানান, খেলার ফিকশ্চার অনুযায়ী ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আর টি-২০ খেলা শেষেই অল্প সময়ের মধ্যে প্রিমিয়ার ক্রিকেট লীগ চালু করবো বলে আশা পোষণ করছি।
ভাই ভাই স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বাদল এবং প্রফেসরপাড়া ক্রীড়া চক্রের খেলোয়াড় ও কর্মকতা সাইফুল ইসলামের সাথে এ প্রতিবেদেকের আলাপকালে তারা দুজনেই জানান, আমরা ফাইনালে ওঠার জন্য অপেক্ষায় রয়েছি। আশা করি দুদলের খেলোয়াড়রা তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সেমি-ফাইলের খেলাটি খেলার মতোই হবে। 

সর্বাধিক পঠিত