• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

গৃহস্থালির এসব টিপস জেনে রাখা ভালো

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৯, ০৯:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গৃহস্থালির টুকিটাকি সমস্যা সামলাতে সামলাতে দিনের অনেকটুকু সময়ই নষ্ট হয়ে যায়। কিছু টিপস জানা থাকলে দৈনন্দিন ঝামেলা কমবে বেশ অনেকটাই।

 

>> লবণের বয়ামে রসুন রেখে দিন। অনেক দিন পর্যন্ত স্বাদ অটুট থাকবে।

 

 

>> চিনি অথবা ময়দার বয়ামে তেজপাতা রাখুন। পোকামাকড় আসবে না।

 

>> গ্লাভস পরার আগে গ্লাভসের ভেতরে আঙুলের ওপর তুলার বল দিন। নখ ভালো থাকবে।

 

>> ডিম ভেঙে মেঝে নোংরা হয়ে গেছে? ভাঙা ডিমের ওপর লবণ ছড়িয়ে দিন। ৫ মিনিট পর খুব সহজেই পরিষ্কার করে ফেলুন মেঝে।

 

>> ঝটপট ব্রেডক্রাম্ব তৈরি করতে চাইলে ব্রেড ফ্রিজে রেখে শক্ত করে নিন। তার পর আলু কাটার মেশিন দিয়ে কুচিয়ে নিন।

 

>> ঝটপট গাজরের খোসা ছাড়াতে মেটাল স্পঞ্জের সাহায্য নিন।

 

>> চুলার আশপাশের তেল চিটচিটে ভাব দূর করতে লবণ ছড়িয়ে দিন। কয়েক সেকেন্ড পর মুছে ফেলুন।
তথ্যসূত্র : ব্রাইট সাইড