• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

আগামী নির্বাচনে জাতীয় পার্টির ভূমিকা গুরুত্বপূর্ণ : শেখ সাজ্জাদ রশিদ সুমন

প্রকাশ:  ১১ মার্চ ২০২৩, ১২:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ভূমিকা গুরুত্বপূর্ণ। নির্বাচনের এখনো ৮-৯ মাস বাকি রয়েছে। আমরা ইতোমধ্যেই সংসদের তিনশ’ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছি। বিগত সময়ে আমরা বিরোধী দলের ভূমিকায় থেকে সরকারকে সঠিক দায়িত্ব পালনে বাধ্য করেছি। ফলে আজ ডিজিটাল বাংলাদেশের বাস্তবতা। বর্তমান সরকার এখন স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। বিরোধী দলে থেকেও দেশের উন্নয়নে আমরা কাজ করছি। তাই আমিও স্মার্ট বাংলাদেশের মতো স্মার্ট ফরিদগঞ্জ গড়তে চাই। এজন্যে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন। ফরিদগঞ্জ উপজেলার উন্নয়নের জন্যে বর্তমান ও সাবেক সংসদ সদস্যরা কাজ করছেন সরকারি তহবিলের মাধ্যমে। আমি ফরিদগঞ্জের সন্তান হিসেবে নিজের কষ্টার্জিত অর্থ নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এজন্যে আমি কারো বিরোধিতা নয় বরং সকলের সহযোগিতা নিয়ে উপজেলাবাসীর ভাগ্যোন্নয়নে কাজ করতে আগ্রহী। আমি চাই, সারাদেশের মতো আমার উপজেলাবাসীও আধুনিক সকল সুযোগ সুবিধা উপভোগ করুক। আমাদের নেতা মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ যেমন ভালো মানুষ ছিলেন, তেমনি বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরও শুদ্ধ ও ভালো মানুষ। তার মতো সৎ রাজনৈতিক ব্যক্তি খুঁেজ পাওয়া দুষ্কর। জাতীয় পার্টি কখনো জ¦ালাও পোড়াও রাজনীতি করে না, পছন্দও করে না। একটি আদর্শিক দল হিসেবে সর্বদাই এদেশের মানুষের কল্যাণে কাজ করেছে জাতীয় পার্টি। তাই এখনো মানুষ জাতীয় পার্টির শাসনামলকে মনে রেখেছে।
৯ মার্চ বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জে অসহায় ও দুঃস্থ নারীদের আত্ম কর্মসংস্থানের জন্যে সেলাই মেশিন বিতরণকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ সাজ্জাদ রশিদ সুমন উপরে উল্লেখিত কথাগুলো বলেন। উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ওলামা পার্টির সহ-সভাপতি মাওঃ আঃ রব, জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হারুন অর রশিদ, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক মামুন হোসেন রনি, উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি অহিদুজ্জামান, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক মাহামুদুল হাসান অয়ন, বেসরকারি বিশ^বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শিবলী আহমেদ সবুজ এবং শেখ সাজ্জাদ রশিদ সুমনের পিএস মাহফুজ রহমান। আলোচনা শেষে অতিথিবৃন্দ অসহায় ও দুঃস্থ নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করেন।

 

সর্বাধিক পঠিত