• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে করোনার আকস্মিক ঊর্ধ্বগতি ॥ আক্রান্ত ৩১%

সারাদেশের তুলনায় চাঁদপুরে আক্রান্ত চার গুণ বেশি

প্রকাশ:  ১২ মে ২০২১, ১২:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে করোনা ভাইরাসে আক্রান্তের হার আকস্মিকভাবে বেড়ে গেছে। সারাদেশে আক্রান্তের হারের চেয়ে চার গুণ বেড়েছে চাঁদপুরে। গতকাল মঙ্গলবার একদিনে (নমুনা পরীক্ষার তুলনায়) আক্রান্তের হার ৩১% এ গিয়ে পৌঁছেছে। এটি চাঁদপুরে এ যাবৎকালের সর্বোচ্চ আক্রান্তের হার। আর সারাদেশে এদিন আক্রান্তের হার ছিল ৮.৬৭%। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ কোনো সময়ই চাঁদপুরে আক্রান্তের হার এতোটা ঊর্ধ্বগতি হয়নি।
গতকাল সোমবার চাঁদপুর জেলায় নতুন করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ৯৩ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষা অনুসারে আক্রান্তের হার ৩১%। নতুন এই ২৯ জনসহ জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৪৪২৯ জন।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, চাঁদপুর ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে গতকাল ৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। রাতে রিপোর্ট আসলে ২৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। নতুন শনাক্ত হওয়া ২৯ জন হচ্ছে : চাঁদপুর সদর ৭, হাজীগঞ্জ ৭, ফরিদগঞ্জ ৫, শাহরাস্তি ২ জন, কচুয়া ২, মতলব উত্তর ২ ও মতলব দক্ষিণে ৪ জন।