• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নবাগত পুলিশ সুপারের সাথে কচুয়ার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

প্রান্তিক পর্যায়ের সংবাদ পেতে সাংবাদিকরা আমাদের সহযোগিতা করেন : পুলিশ সুপার মিলন মাহমুদ, বিপিএম (বার)

প্রকাশ:  ২১ এপ্রিল ২০২১, ০৯:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মিলন মাহমুদ, বিপিএম (বার) কচুয়া থানা পরিদর্শন করেছেন। ২০ এপ্রিল মঙ্গলবার থানার কার্যক্রম পরিদর্শন শেষে কচুয়ার সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি বলেন, প্রান্তিক পর্যায়ের সংবাদ পেতে সাংবাদিকরা আমাদের সহযোগিতা করেন। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে সমাজের অসঙ্গতির সংবাদ গণমাধ্যমে প্রকাশ করেন।
তিনি আরো বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলার পাশাপাশি বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল সদস্য করোনা ভাইরাস কোভিড-১৯-এর ভয়াবহতা থেকে জনগণকে সুস্থ রাখতে আমরা শতভাগ চেষ্টা করছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাইরে আসবেন না।  সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। করোনাকালে  প্রতিটি জনপথের মানুষ ঘরে থাকুন, নিরাপদে থাকুন, পরিবার পরিজন নিয়ে সুখে থাকুন।
এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার কচুয়া সার্কেল মোঃ আবুল কালাম, কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) এমএ রউফ, কচুয়া বার্তার সম্পাদক মোঃ আলমগীর তালুকদার, সাংবাদিক জাকির হোসেন বাটা, মেহেদী হাসান, মোঃ জামাল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ মবিবন, কচুয়া থানার সেকেন্ড অফিসার মোঃ তাজুল ইসলাম প্রমুখ সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত