• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

বিজয় দিবসে চাঁদপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার আলোচনা সভা ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশ:  ১৭ ডিসেম্বর ২০১৯, ১২:৩৬
স্টাফ রিপোর্টার।।
বিজয় দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুর সরকারি মহিলা কলেজে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।
প্রিন্ট

মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে চাঁদপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে আলোচনা সভা, মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার বিকালে চাঁদপুর সরকারি মহিলা কলেজ মাঠে এ অনু্ষ্ঠান হয়। শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধুসহ শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ক্রীড়ানুষ্ঠান আরম্ভ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটেরর সহধর্মিনী শারমিন আক্তার যুথি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) সহধর্মিনী শারমিন জাহান, সদর ইউএনও কানিজ ফাতেমা ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা পলিন।
জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শিপ্রা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেলিনা আক্তার,আবিদা সুলতানা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মর্জিনা মাহবুব, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র আয়েশা আক্তার লিলি, নারী কাউন্সিলর লায়লা হাসান চৌধুরী, পৌর মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খালেদা রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য কল্পনা সরকার, রওশন আক্তার,অঞ্জনা কর্মকার, পারভীন বেগমসহ অন্যান্য নারী নেতৃবৃন্দ। 

এ ছাড়া বিভিন্ন পেশার নারীরাও এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন মতলব রয়মন্নেছা মহিলা কলেজের উপাধ্যক্ষ আফরোজা খাতুন মেরী। এ দিন নারীদের পতাকা দৌড়, বালিশ ছোড়া, মেয়েদের স্মৃতি পরীক্ষাসহ বিভিন্ন ইভেন্টের খেলাধুলা অনুষ্ঠিত হয়। সবশেষে বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।