• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নানার বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা গেলো আরিফুল ইসলাম

প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

নানা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা গেলো আরিফুল ইসলাম নামে এক শিশু। চাঁদপুর শহরের নতুনবাজার আহমাদিয়া ফাজিল মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী আরিফুলের মা জানান, বৃহস্পতিবার আরিফুলের ছোট মামা হজ¦ পালন শেষে চাঁদপুর হয়ে তাদের বাড়ি সদর উপজেলার শাহ মাহমুদপুর আলুমুড়া মুন্সীবাড়ি ফেরার সময় বোন-ভাগ্নেকে তাদের পাল পাড়াস্থ বাসা থেকে সাথে নিয়ে গেছেন। শুক্রবার নানার বাড়ির পাশের একটি ক্ষেতে অন্যান্য শিশুর সাথে শাপলা তুলতে যায় আরিফুল। মাত্র ৩ থেকে ৪ ফুট পানিতে মনের আনন্দে অন্যরা যখন শাপলা তুলতে ব্যস্ত, তখন আরিফুল পানিতে তলিয়ে যায়। অন্যান্য শিশু আর তাকে দেখতে পায়নি। এক সময় তাকে খুঁজে পাওয়া গেলো স্বল্প পানির গভীরে। ততক্ষণে আরিফুলের হৃৎপি- থেমে গেছে। চলে গেলো না ফেরার দেশে। ওই এলাকায় নেমে এলো শোকের ছায়া।
বিকেলে নানার বাড়িতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাত সাড়ে ৮টায় আরিফুলদের নিজ বাড়ি শাহরাস্তির ছেঙ্গাচল পাটওয়ারী বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। শিশু আরিফুলের বাবা আনোয়ার হোসেন রহিমানগর পোস্ট অফিসে কর্মরত। তারা ২ ভাই ১ বোন। গত বৃহস্পতিবারও মাদ্রাসায় এসেম্বলি চলাকালে আরিফুল ছিলো প্রথম সারিতে। তার মৃত্যুতে মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষার্থী শোকাহত। তার রুহের মাগফেরাত কামনা করে শনিবার মাদ্রাসার এসেম্বলিতে দোয়া করা হয়। আরিফুলের মা মরিয়ম আক্তার জানান, আমার ছেলেটা সাঁতার জানতো না! যদি সাঁতার কিছুটাও জানতো তাহলে হয়তো আজ আমার বুকটা আল্লাহ খালি নাও করতেন। তিনি বলেন, সকল শিশুকেই সাঁতার শেখানো প্রয়োজন।