• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

সারাদেশে মতলব উত্তরে এই প্রথম জেলে নৌকার নিবন্ধন কার্যক্রম শুরু

প্রকাশ:  ২১ আগস্ট ২০১৯, ১০:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

দেশে প্রথমবারের মতো জেলে নৌকার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। রোববার বিকেলে মতলব উত্তরের বাবুরবাজার মেঘনাপাড়ে নতুন এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর ফলে নিবন্ধিত জেলে নৌকা ও প্রকৃত জেলেরা ডাটা বেইসের আওতায় চলে আসবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে নৌকা নিবন্ধন কার্যক্রমে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ কুদ্দুস, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুল বাকী, উপজেলা মৎস্য কর্মকর্তা শাখাওয়াত হোসেন, ইউপি চেয়ারম্যান শরীফ উল্লাহ সরকারসহ ইকোফিশ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তারা। এ সময় ওই এলাকার মেঘনা নদীতে মাছ ধরে এমন ১৭৩টি জেলে নৌকাকে নিবন্ধনপত্র দেয়া হয়। পর্যায়ক্রমে অন্য সব জেলে নৌকাকেও এ কার্যক্রমের আওতায় নিয়ে আসা হবে।
ইউএনও শারমিন বলেন, ‘তিন শ্রেণিতে এই জেলে নৌকা নিবন্ধন কার্যক্রম চলবে। প্রথম শর্ত হচ্ছে, যার জাল-নৌকা দুটিই আছে। দ্বিতীয়ত, জাল আছে কিন্তু নৌকা নেই এবং তৃতীয়ত, জাল-নৌকা কিছুই নেই। এ তিন শ্রেণির জেলেদের নিয়ে এই বিশেষ নৌকা নিবন্ধনপত্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একটি ডাটা বেইসের মাধ্যমে তাদের তথ্য-উপাত্ত সংরক্ষণ করা হবে।’ সূত্র : কালের কণ্ঠ।

সর্বাধিক পঠিত