• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

পুরান বাজার ডিগ্রি কলেজের ছাত্ররা বাংলা একাডেমীতে আমন্ত্রিত

প্রকাশ:  ১৩ আগস্ট ২০১৮, ১৭:৫৯ | আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৮:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলা একাডেমী কর্তৃক আয়োজিত “ বঙ্গবন্ধু ও বাংলাদেশ শিশু কিশোর বক্তৃতা অনুষ্ঠানে পুরানবাজার ডিগ্রি কলেজের ৮ জন ছাত্র ছাত্রী আমন্ত্রিত হয়ে উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করে। বাংলা একাডেমির কবি শামছুর রাহমান অডিটরিয়ামে আয়োজিত এ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী। বিশিষ্ট কলামিষ্ট , রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় এর সঞ্চালনায় শিশু কিশোরদের বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে বক্তব্যে অনুষ্ঠানস্থলে অন্যরকম এক ভাবাবেগের সৃষ্টি হয়। সারাদেশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান হতে কয়েকশ ছাত্র ছাত্রী উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আসে।  প্রধান অতিথির বক্তব্যে কবি আসাদ চৌধুরী বলেন “ আমি এই নতুন প্রজন্মের বক্তব্য শুনে অভিভুত হয়েছি। বিশেষ করে চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের ছাত্রদের বক্তব্য আমাকে বিমোহিত করেছে। তারা বঙ্গবন্ধুকে যেভাবে হৃদয়ে ধারণ করেছে ঠিক সেই ভাবেই উপস্থাপন করেছে। এই প্রজন্মই হবে আগামীর বাংলাদেশে বঙ্গবন্ধুকে উপস্থাপনের মাধ্যম। তিনি বক্তাদের উদ্দেশ্যে বলেন বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করলেই হবে না বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হবে। তিনি যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন সেটার বাস্তবায়ন তোমাদের মাধ্যমেই হবে বলে প্রত্যাশা করি। জেলা পর্যায়ের একটি কলেজের ছাত্র ছাত্রীদের উপস্থাপনা আমাকে মুগ্ধ করেছে”।

পুরানবাজার ডিগ্রি কলেজের যে সকল ছাত্র ছাত্রী আমন্ত্রিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তারা হলো রীতা রাণী বৃষ্টি , মিলাদ হোসেন , শেখ মাহাবুবুল আলম, ঈমাম হোসেন ,  কুলসুমা আক্তার , মাহামুদুল হাসান । পুরান বাজার ডিগ্রি কলেজে ছাত্র ছাত্রীদের নেতৃত্ব দেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিজানুর রহমান মজুমদার।

সর্বাধিক পঠিত