• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

ভোলায় ১৭ জেলের দণ্ড

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৭, ১৬:৩৩
ভোলা প্রতিনিধি
প্রিন্ট

ভোলার নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা-তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকার করায় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও পুলিশের টিম পৃথক অভিযান চালিয়ে ৮ ট্রলার, ১৭ হাজার মিটার কারেন্ট জাল ও ৬০ কেজি মা ইলিশসহ ১৭ জেলেকে আটক করেছে। 

পরে আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয় এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এছাড়াও জব্দকৃত ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

ভোলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান,  ভোলা সদরের মেঘনা-তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করার সময় ৫ হাজার মিটার কারেন্ট জালসহ ১৩ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

এছাড়াও দৌলতখান উপজেলার মেঘনা নদীতে মাছ শিকার করার সময় ৩ হাজার মিটার কারেন্ট জাল, ২০ কেজি মা ইলিশসহ ৩ জেলেকে আটক করা হয়। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জনকে ১৮ দিনের জেল ও ১ জনকে ১ হাজার টাকা জড়িমানা করা হয়। 
তজুমদ্দিন উপজেলার মেঘনা নদী থেকে ১ জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয় এবং বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৮ টি ট্রলার ৯ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।