• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ৯ ম্যাচে ৭ জয় টাইগারদের

প্রকাশ:  ১৭ জুন ২০১৯, ১৪:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা করে দলটি। তবে এরপরেই হয় ছন্দপতন। টানা দুই ম্যাচ হেরে চতুর্থ ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করতে হয়। আজ টনটনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামছে টাইগাররা।

তবে টাইগার স্বস্তির জায়গা ক্যারিবীয়দের বিপক্ষে সাম্প্রতিক জয়ের রেকর্ড। সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। দু'দলের শেষ ৯ ওয়ানডেতে ৭টিতেই জিতেছে টাইগাররা। শেষ চারটি জিতেছে টানা। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফাইনালসহ ৩ ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে মাশরাফি বিন মর্তুজার দল।

তাই টাইগার ওপেনার তামিম ইকবালের মতে, উইন্ডিজের বিরুদ্ধে ফেবারিটের তকমা গায়ে মেখেই খেলতে নামবে বাংলাদেশ। একই কথা বললেন প্রতিপক্ষ দলের অধিনায়ক জেসন হোল্ডারও, ‘হ্যাঁ, ওরাই ফেবারিট। তবে বিশ্বকাপ আলাদা স্টেজ। এখানে অনেক কিছুই হতে পারে।’

সর্বাধিক পঠিত