• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

এশিয়ার মুখ রক্ষা করল লাল-সবুজের বাংলাদেশ

প্রকাশ:  ০৭ জুন ২০১৯, ১১:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হেলাফেলার দিন শেষ হয়েছে অনেক আগেই। বাঘের থাবায় এখন নিয়মিতই দুমড়ে-মুচড়ে পড়ে প্রতিপক্ষরা। গত চার-পাঁচ বছরে লাল-সবুজের দেশের প্রতিনিধিরা প্রমাণ করেছে তারা বিশ্ব ক্রিকেটের পরাশক্তি। এরপরও সুযোগ পেলে নিন্দুকের তীর্যক বাণ আছড়ে পড়ে মাশরাফি, সাকিব, মুশফিকদের ওপর! ইংল্যান্ড বিশ্বকাপে মিশন শুরুর আগেও কেউ কেউ খোঁচা দিতে ছাড়েননি। এদের মধ্যে এগিয়ে ছিলেন সাবেক নিউজিল্যান্ড ব্যাটসম্যান ব্র্যান্ডন ম্যাককুলাম। তাদের বাঁকা বাণী আরও প্রসারিত হয় এশিয়ার দুই পরাশক্তি শ্রীলঙ্কা ও পাকিস্তান তাদের প্রথম ম্যাচেই গো হারা হারলে।

অনেকেই ভাবতে থাকেন, এই বুঝি বাংলাদেশও নাকানি-চুবানি খেতে চলেছে! কিন্তু না, সব হিসাব-নিকাশ পাল্টে দিয়ে পরাশক্তি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা। এখন পর্যন্ত এশিয়ার আরেক প্রতিনিধি ভারত মাঠেই নামেনি। তাই বিশ্বকাপের শুরুতেই এশিয়াকে নিয়ে যে নাক ছিটকানির উপক্রম হয়েছিল তা দাপটের সঙ্গে দূর করেছে বাংলাদেশ। 

 

সর্বাধিক পঠিত