• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

আজ খেলবে শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম উদয়ন ক্লাব

ইয়ুথ ক্লাবকে ৮১ রানে হারিয়ে সুপার ফোরে আবাহনী ক্রীড়া চক্র

প্রকাশ:  ৩০ এপ্রিল ২০১৯, ০৮:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার ক্রিকেট লীগের সুপার ফোরে উঠলো আবাহনী ক্রীড়া চক্র। গতকাল ২৯ এপ্রিল সোমবার চাঁদপুর ইয়ুথ ক্লাবকে ৮১ রানে হারিয়ে সুপার ফোরের খেলার পথে অনেকটাই এগিয়ে রইলো আবাহনী ক্রীড়া চক্র। লীগের আজকের খেলায় অংশ নেবে শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম উদয়ন ক্লাব। আজকের ম্যাচটি দু’দলেরই জন্যে গুরুত্বপূর্ণ ম্যাচ। লীগের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক চাঁদপুর কণ্ঠ।
জেলা ক্রীড়া সংস্থা ও ক্রিকেট উপ-কমিটির ব্যবস্থাপনায় সোমবারের ম্যাচে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আবাহনী ক্রীড়া চক্র। তারা ৫০ ওভারে ৮ উইকেটে হারিয়ে ২৬৩ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে পলাশ ৮৯ বলে ৭০ , ইসহাক ৩৩ বলে ২৯ ও রিফাত ৪০ বলে ২৮ রান করে। ইয়ুথ ক্লাবের পক্ষে বল হাতে ছাব্বির ১০ ওভারে ৫৩ রানে ৩টি ও সিফাত ১০ ওভারে ৩২ রানে ২টি করে উইকেট নেয়।
ইয়ুথ ক্লাব ২৬৪ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নেমে ৪৮ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১৮২ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে নয়ন ৬৫ বলে ৬২ ও রকিব ১৭ বলে ২৯ রান করে। আবাহনী ক্রীড়া চক্রের পক্ষে বল হাতে মোঃ ইউনুছ খান, মনির, ইউনুছ মোল্লা ও ইসহাক ২টি করে উইকেট নেন। আবাহনী ক্রীড়া চক্র ৮১ রানে জয় পায়।
খেলা চলাকালে উপস্থিত ছিলেন ইয়ুথ ক্লাবের কর্মকর্তা সফিউল আলম রাজন, আবাহনী ক্রীড়া চক্রের কর্মকর্তা রবিন পাটওয়ারী, আরাফাত, ওমর ফারুকসহ দু’ক্লাবের কর্মকর্তাগণ।
দু’দলে অংশ নেয়া ক্রিকেটাররা হলো- আবাহনী ক্রীড়া চক্র : সাদ্দাম, হিরা ঢালী, পলাশ, সাদ্দাম হোসেন, বাবু, রিফাত, ইউনুছ খান, ইসহাক, সবুজ, মনির, ইউনুছ মোল্লা, কামরুল, রাকিব ও ফারুক।
ইয়ুথ ক্লাব : মোরসালিন, আরিফ, মারুফ, লিমন, জমির, রাকিব, নয়ন, সিফাত, অমিত, সাব্বির, সজিব, সিপন, সোহেল, হাবিব ও  শুভ্র।