• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ইতিহাস গড়লেন রোনালদো

প্রকাশ:  ২১ এপ্রিল ২০১৯, ১৯:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফিওরেন্তিনাকে হারিয়ে সিরি আ শিরোপা জিতল জুভেন্টাস। ম্যাচটি ২-১ গোলের ব্যবধানে জিতেছে ইতালিয়ান জায়ান্টরা। জুভেন্টাসের হয়ে অভিষেক মৌসুমেই ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথম খেলোয়াড় হিসেবে জিতলেন ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সেরি আ শিরোপা।

ঘরের মাঠে শনিবার ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে টানা ৮ম বারের মতো লিগ শিরোপা ঘরে তোলে জুভেন্টাস।

ক্যারিয়ারের শুরুর দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে টানা তিন মৌসুম প্রিমিয়ার লিগ জিতে ২০০৯ সালে রোনালদো পাড়ি জমান রিয়াল মাদ্রিদে। স্পেনের ক্লাবটির হয়ে ২০১১-১২ ও ২০১৬-১৭ মৌসুমে জিতেন লা লিগা। আর গত জুলাইয়ে ইউভেন্তুসে যোগ দিয়ে প্রথম মৌসুমেই পেলেন সেরা আ শিরোপার স্বাদ।

তুরিনের ক্লাবটিকে লিগ জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ৫বারের বর্ষসেরা ফুটবলার। সেরি আয় দলের পক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৯ গোল করার পাশাপাশি সর্বাধিক ৮ গোলে অবদানও রাখেন তিনি।