• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

মতলব দক্ষিণ উপজেলা ও পৌর আওয়ামী লীগের আলোচনা সভা

একুশে ফেব্রুয়ারি বাঙালির কাছে চির প্রেরণার প্রতীকে পরিণত হয়েছে : অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি

প্রকাশ:  ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৩৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অ্যাডঃ নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রফিক, জব্বার, সালাম, বরকত ও শফিউররা। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্যে রাজপথে বুকের রক্ত ঢেলে দেয়ার প্রথম নজির এটি। সেদিন তাদের রক্তের বিনিময়ে শৃঙ্খলযুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা ও মায়ের ভাষা। আর এর মাধ্যমে বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা হয়েছিল তা মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে চূড়ান্ত পরিণতি লাভ করে। একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে চির প্রেরণার প্রতীকে পরিণত হয়েছে। একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতিসত্তার শেকড়ের অনুপ্রেরণার দিন। এ দিনটি ঐতিহ্যের পরিচয়কে দৃঢ় করেছে। বাংলা ভাষার রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিশ্বের দরবারে সম্মানের আসন লাভ করেছে। এ ভাষার কবি রবীন্দ্রনাথ ঠাকুর অমর কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’ রচনা করে বিশে^র সবচেয়ে মূল্যবান নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন ১৯১৩ সালে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসঙ্গের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দিয়ে বাংলাকে নিয়ে গেছেন বিশ^ পরিম-লে। তাই এই ভাষার মাসে আরেকটি বিজয় অর্জন করতে হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি মতলব পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আওলাদ হোসেন লিটনকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। নৌকার বিজয় হলেই এ এলাকার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। প্রত্যেক নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। ২০ ফেব্রুয়ারি মতলব কমিউনিটি সেন্টারে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচ কবির আহমেদের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মোঃ মোফাজ্জল হোসেন ও ফারুক আহম্মেদ বাদলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য নির্মল গোস্বামী ও মতলব পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ¦ আওলাদ হোসেন লিটন। আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, সদস্য জাকিয়া সুলতানা শেফালী, জেলা কৃষকলীগের আহ্বায়ক জয়নাল আবেদিন প্রধান, জেলা শ্রমিকলীগের সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান মোঃ রেজাউল করিম, লিয়াকত হোসেন প্রধান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রব সরকার রতন, ইউপি চেয়ারম্যানদের পক্ষে খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তছলিম আহম্মেদ মিয়াজী, আওয়ামী লীগ নেতা আবুল কালাম মিয়াজী, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক চন্দন সাহা, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ভিপি আতাউর রহমান ও দেওয়ান মোঃ পারভেজ।

 

সর্বাধিক পঠিত