• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

কচুয়া পৌরসভায় নাজমুল আলম স্বপন দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত

প্রকাশ:  ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

নাজমুল আলম স্বপন কচুয়া পৌরসভায় দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে ১০২১২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীব প্রানজল মোবাইল ফোন প্রতীক নিয়ে পেয়েছেন ১০৫১ ভোট। আর বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হুমায়ুন কবির প্রধান পেয়েছেন ৬৪৭ ভোট।

সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে জোহরা খাতুন জবাফুল প্রতীক নিয়ে ২৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেরদৌসী আক্তার (আনারস) পেয়েছেন ১৬২২ ভোট। ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে রোকেয়া বেগম আনারস প্রতীক নিয়ে ১৪৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিলকিছ আক্তার (জবাফুল) ১১২৫ ভোট পান। ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে পারুল আক্তার জবাফুল প্রতীক নিয়ে ২৬৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমেনা বেগম (আনারস) ৯০৫ ভোট পান।

সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম ৭২৭ ভোট, ২নং ওয়ার্ডে মোঃ তাজুল ইসলাম ৪৮৬ ভোট, ৩নং ওয়ার্ডে মাহরুন আল মিলি ৪৫১ ভোট, ৪নং ওয়ার্ডে থেকে জাহাঙ্গীর মোল্লা ৩৭১ ভোট, ৫নং ওয়ার্ডে আমিনুল হক ৫০১ ভোট, ৬নং ওয়ার্ডে আব্দুল মান্নান ৫৪০ ভোট, ৭নং ওয়ার্ডে কামাল হেসেন অন্তর ৬০৭ ভোট, ৮নং ওয়ার্ডে মাসুদ আলম ৭২০ ভোট এবং ৯নং ওয়ার্ডে আবুল খায়ের রুমি ২৪৭ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন।

সর্বাধিক পঠিত