• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জের ভাটিয়ালপুরে নৌকার সমর্থনে পথসভা

নৌকার বিজয় নিশ্চিতে আমরা সংকল্পবদ্ধ : ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া

প্রকাশ:  ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী সমর্থনে অনুষ্ঠিত পথসভাটি আবারো জনসভায় রূপান্তরিত হলো। গতকাল রোববার বিকেলে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের ভাটিয়ালপুর চৌরাস্তায় অনুষ্ঠিত এই পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভঁূইয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন, ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলা ও জেলা পর্যায়ের সকল আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের সহযোগী সংগঠনসহ সকলেই আজ এক ও ঐক্যবদ্ধ। পৌরসভার বর্তমান মেয়র, সকল জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত হয়ে এবং বক্তব্য দিয়ে আপনাদের প্রমাণ দিয়েছেন সকলে এক এবং অভিন্ন। পরিবারের সকলে যখন অভিন্ন থাকে, তখন ওই পরিবারের সফলতা নিয়ে আসা কোন দুরূহ ব্যাপার নয় এবং সফলতা ঘরে আসবেই। আজকে বৃহত্তর আওয়ামী পরিবার সুসংগঠিত। বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায়, তাই ক্ষমতায় থাকাকালে আমরা কোনো পরাজয় সংবাদ শুনতে চাই না। ১৪ ফেব্রুয়ারি আমরা বিজয় অর্জন করবোই। প্রিয় ভাইয়েরা সংগঠন একত্রিত থাকে এবং দলের ভিতরের ও বাইরের সকলের ঐক্যমত থাকে তবে কোনো সাধ্য নেই নৌকার বিজয় ঠেকাতে। নৌকার বিজয় নিশ্চিতে আমরা সংকল্পবদ্ধ।


নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী সভাপ্রধানে ও সদস্য সচিব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন বাবুল পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, মজিবুর রহমান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় ভৌমিক, জেলা যুবলীগের যুগ্ম অহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম, সম্পাদক সাদ্দাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমুন নাহার অনি, ফরিদগঞ্জ ইউসিসির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল ও ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম সোহাগ। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, চাঁদপুরের বিশেষ পিপি ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিৎ রায় চৌধুরী, স্পেশাল পিপি (নারী ও শিশু) অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দিন খোকাসহ জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সর্বাধিক পঠিত