• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভায় বক্তাগণ

১৪ ফেব্রুয়ারির নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে ভোটারদের উদ্বুদ্ধ করতে হবে

প্রকাশ:  ২৪ জানুয়ারি ২০২১, ১০:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে উপজেলা ও পৌর ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল শনিবার বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজনের পরিচালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সাবেক ভিপি, চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, পৌর মেয়র মাহফুজুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, ওয়াহিদুর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান, যুবলীগের হাজী সফিকুর রহমান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমুন অনি, যুব মহিলালীগের সভাপতি সুলতানা রাজিয়া দীপু, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার মোল্লা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাজিব মজুমদার, রবিউল হোসেন, ছাত্রলীগ নেতা আরেফিন শুভ, দপ্তর সম্পাদক শরীফ মৃধা, পৌর ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বদানকারী প্রতিটি নেতাই এক সময়ের ছাত্রলীগ নেতা-কর্মী ছিলেন। তারা নিজ কর্মকালে সংগঠনের জন্য এবং নির্বাচনের সময় দলের জন্য কাজ করেছেন বিধায় আজ তারা ভালো পর্যায়ে গিয়েছেন। কাজ করলে অবশ্যই সংগঠন মূল্যায়ন করে। তাই আমাদের ছাত্রলীগের নেতা-কর্মীদেরও তাদের সাংগঠনিক দৃঢ়তা দেখাতে হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী তথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীকে বিজয়ের লক্ষ্যে ছাত্রলীগের প্রতিটি কর্মী অতন্দ্র প্রহরী হয়ে মাঠে কাজ করবে এবং উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভা আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে ছাত্রলীগ সব সময় পাশে থাকবে বলে বিশ্বাস করি।

তারা আরো বলেন, আজ থেকে প্রতিটি ঘরে ঘরে বাড়ি বাড়ি এবং বাজারে গিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের জনগণকে আওয়ামী লীগের উন্নয়ন গাঁথার কথা বলতে হবে। ১৪ ফেব্রুয়ারির নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে তাদেরকে ভোটারদের উদ্বুদ্ধ করতে হবে।

সর্বাধিক পঠিত