• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

হাম-রুবেলার টিকা নেয়ার পর শিশুমৃত্যুর অভিযোগ

প্রকাশ:  ২৮ ডিসেম্বর ২০২০, ১১:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চট্টগ্রামের লোহাগাড়ায় হাম-রুবেলার টিকা নেয়ার পর সাত বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি ঘটনাস্থলে গিয়েছেন।

রোববার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার পশ্চিম কলাউজান সিকদার পাড়ার শমশু চেয়ারম্যানের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম নাওরাত হানিফ। সে ওই এলাকার চেয়ারম্যান বাড়ির প্রবাসী মোহাম্মদ হানিফ চৌধুরী শিমুলের মেয়ে।

নিহত শিশুর স্বজনদের দাবি, এক স্বাস্থ্য সহকারী টিকা দেয়ার ২০ মিনিট পর শিশুটি মারা গেছে।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বাস্থ্যকর্মীদের অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী।

নিহত শিশুর বাবা প্রবাসী শিমুল জানান, রোববার সকাল ১০টার দিকে শিশু নওরাতকে নিয়ে টিকা কেন্দ্রে যান তিনি। এ সময় স্বাস্থ্য পরীক্ষা না করেই শিশুটিকে একটি টিকা দেন স্বাস্থ্য সহকারী জেয়াবুনিচ্ছা।

তিনি আরও জানান, টিকাদান শেষে বাড়িতে আনার কিছুক্ষণ পরপরই শিশু নওরাত তার খারাপ লাগছে বলে জানায়। এ সময় তার চেহারা লাল হয়ে যায়। মুখ দিয়ে ফেনা বের হলে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসান শাহরিয়ার জাগো নিউজকে বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। সিভিল সার্জন নিজে ঘটনাস্থলে আছেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন হয়েছে। তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’