• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর খবর পত্রিকার সম্পাদকের শাশুড়ির ইন্তেকাল দাফন সম্পন্ন

প্রকাশ:  ২৭ জানুয়ারি ২০২১, ০৯:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদীর শাশুড়ি শহরের মরহুম আব্দুল করিম পাটওয়ারী বাড়ি নিবাসী মোসাম্মৎ শিরিন আক্তার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। ২৫ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে ঢাকার উত্তরায় লুবানা জেনারেল বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিক, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিলো আনুমানিক ৬০ বছর। তিনি স্বামী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বামী খোরশেদ আলম পাটওয়ারী একজন ব্যবসায়ী। তার বড় ছেলে শিপন পাটওয়ারী চাঁদপুর পৌরসভার চাকুরি করে এবং ছোট ছেলে সাইফুল পাটওয়ারী ঠিকাদারী ও ব্যবসায়ী। তার একমাত্র মেয়ে শারমিন আক্তার বৈশাখী। এছাড়াও মরহুমা শিরিন আক্তার চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটওয়ারী বড় ভাবী ।


২৬ জানুয়ারি সকাল ১০টায় আব্দুল করিম পাটওয়ারী জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। মরহুমের জানাজার নামাজে ইমামতি করেন আব্দুল করিম পাটওয়ারী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হাসান। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীর হোসেন পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটওয়ারী, মরহুমের একমাত্র জামাতা সোহেল রুশদী ও মরহুমের ছোট ছেলে মোঃ সাইফুল ইসলাম পাটওয়ারী।

জানাজার নামাজের উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতা আবু নাছের বাচ্চু পাটওয়ারী, শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর অ্যাডঃ কবির চৌধুরী, অ্যাডঃ আতাউর রহমান পাটওয়ারী, বিশিষ্ট ঠিকাদার মাসুম পাটওয়ারী, ব্যবসায়ী শাহ মোহাম্মদ আলমগীর, চাঁদপুর জনতা ব্যাংকের প্রাক্তন প্রিন্সিপাল অফিসার আব্দুল কাদের হাজরা, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রধান সম্পাদক এমআই মমিন খান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ মোশারফ হোসেন তালুকদার, সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা মনির হোসেন তালুকদার, মরহুমের স্বামী খোরশেদ আলম পাটওয়ারী, বড় ছেলে শিপন পাটওয়ারী, শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন, জিলানী চিশতী কলেজের প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মোহাম্মদ হাবিবুর রহমান, প্রদর্শক মোঃ মুঞ্জুর হোসেন পাটওয়ারী, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম পাটওয়ারী, মোঃ সোহরাব হোসেন, মোঃ নেছার আহম্মেদ, অফিস সহকারী মাওলানা মামুন হোসাইন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সহকারী বার্তা সম্পাদক মাওলানা আহম্মদ উল্লাহ, চীফ রিপোর্টার মোঃ সাঈদ হোসেন অপু চৌধুরী, সিনিয়র স্টাফ রিপোর্টার গাজী মোঃ ইমাম হাসান, স্টাফ রিপোর্টার মোঃ কাউছুল উল রাবি্ব, মোঃ রানা সরকার, অফিস সহকারী হযরত আলী প্রমুখ।

সর্বাধিক পঠিত