• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাইমচর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব চাঁদপুরের কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন

সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরীফ

প্রকাশ:  ৩০ জুলাই ২০২০, ০৯:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শিক্ষা, ভ্রাতৃত্ব ও অগ্রগতি এই তিন মূলমন্ত্র নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত চাঁদপুরের কলেজগুলো নিয়ে হাইমচর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন হাইমচর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব চাঁদপুর-এর কার্যনির্বাহী পরিষদ পূর্ণাঙ্গ কমিটি ২০২০ সেশনের ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছে মামুনুর রশীদ (মামুন) ও সাধারণ সম্পাদক মোঃ শরীফ হোসেন পাটওয়ারী। মঙ্গলবার ২৮জুলাই) এক প্রেসবিজ্ঞপ্তিতে নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করে সংগঠনটির উপদেষ্টা ও হাইমচর সরকারী কলেজের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ পাটওয়ারী। এতে সভাপতি মনোনীত করা হয় চাঁদপুর সরকারি কলেজের ইংরেজী বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মামুনুর রশীদ (মামুন) ও সাধারণ সম্পাদক চা.স.ক. বিএসএস শিক্ষার্থী মো. শরীপ হোসেন পাটওয়ারী। এছাড়া নতুন কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পুরান বাজার ডিগ্রি কলেজের,ইংরেজী বিভাগের শিক্ষার্থী ফয়সাল মিয়া, সহ-সভাপতি, ইংরেজী বিভাগের শিক্ষার্থী নাসরিন আক্তার,ইতিহাস বিভাগের শিক্ষার্থী ওসমান গণি ও অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোস্তফা কামাল। যুগ্ম সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতেমা ইয়াসমিন রাখি, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী জাকির হোসেন,পুরান বাজার ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম জিলান, ও চা.স.ক. গণিত বিভাগের শিক্ষার্থী শেখ মোহাম্মদ ফয়সাল। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন চাঁসক ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ হোসেন হিমেল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রাসেল হোসেন মাল, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী হাওয়া আক্তার তন্নী। এছাড়া সংগঠনের অন্যান্য সম্পাদকীয় দায়িত্বে মনোনিত হয়েছেন। দপ্তর বিষয়ক সম্পাদক, পুরান বাজারডিগ্রি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক, চা.স.ক. হিসাব বিজ্ঞান বিভাগের সাইফুল ইসলাম ও বোটানি বিভাগের বৃষ্টি আক্তার। কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইংরেজী বিভাগের আবু সায়েম । প্রচার সম্পাদক, বোরহান উদ্দিন শিহাব, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ, স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক উপ-সম্পাদক ফাতেমা জাহান, আইন বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান শান্ত। গ্রন্থ প্রকাশনা সম্পাদক মোঃ রাকিব হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক তন্ময় হোসেন দীপু, সমাজ সেবা ও রক্তদান বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসা, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান আদিল। শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মানিক মুহতাসের, পাঠাগার বিষয়ক সম্পাদক রুবেল গাজী,পরিবেশ বিষয়ক সম্পাদক বরকতউল্লাহ, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ইমরান হোসেন বাপ্পি, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মহসিন শাহ, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জুনায়েদ হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক আরিফ হোসেন নিরব, ছাত্রী বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন লিজা, উপ-ছাত্রীবিষয়ক সম্পাদিকা রেহানা আক্তার ও আসমা আক্তার। ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী। সম্মানিত সদস্য জাকারিয়া স্বপন, শাকিল হোসেন, শাকিল আব্দুল্লাহ, মেহেদী হাসান অপু, আল আমিন মিয়া, জুনায়েদ হোসেন(রসায়ন),কামরুন্নাহার,খাদিজাতুল কুবরা,আল-আমিন শেখ। নবগঠিত কমিটির সভাপতি মামুনুর রশীদ মামুন অনুভূতি প্রকাশ করে বলেন, আমরা এই সংগঠনের জোয়ার ধরে রাখবো। নতুন নতুন সৃজনশীল কর্মসূচি গ্রহণ করবো। রাজনৈতিক সব ধরনের লেজুড়বৃত্তি দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করবো। নবনির্বাচিত সাধারণ সম্পাদক শরীফ পাটওয়ারী বলেন, একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে এ সংগঠনকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। সংগঠনের কার্যক্রমে আরো নতুনত্ব নিয়ে আসতে চাই। কমিটির বিষয়ে সংগঠনটির সদ্য সাবেক যুগ্ম আহবায়ক মিনহাজুল আবেদীন পাটওয়ারী জানান, সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ,শৃঙ্খলা বজায় রেখে যারা কাজ করেছে তাদের নিয়েই নতুন কমিটি গঠিত হয়েছে। কার্যকরী সিনেট সদস্যদের ঐকমতের ভিত্তিতে নতুন কমিটি গঠিত হয়েছে। উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত চাঁদপুর সরকারি কলেজ, পুরান বাজার ডিগ্রি কলেজ,ও সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে ২০১৯ সালে গঠিত হয় সংগঠনটি। খুব অল্প সময়ে ছাত্রকল্যাণ ও সমাজকল্যাণ মূলক কাজের মাধ্যমে ছাত্রদের কাছে ব্যাপক সাড়া পায় সংগঠনটি। গঠনতন্ত্র অনুযায়ী কার্যকরী সিনেট সদস্যদের সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয় কার্যকরী কমিটি।

সর্বাধিক পঠিত