• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

টানা তিনদিনের ছুটিতে দেশ

প্রকাশ:  ১৫ ডিসেম্বর ২০২১, ১২:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) মহান বিজয় দিবস। এদিন দেশব্যাপী সরকার ঘোষিত সাধারণ ছুটি। পরের দুদিন শুক্র ও শনিবার (১৭ এবং ১৮ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে ৩ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এছাড়া অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানেও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকে। বিজয় দিবস আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে এসব প্রতিষ্ঠানে কর্মরতরাও দুদিন ছুটি পাচ্ছেন।
সাধারণত ঈদ ছাড়া সরকারি চাকরিজীবীদের একটানা ৩ দিনের ছুটির নজির কম। তবে বৃহস্পতিবার অথবা রোববার নির্ধারিত কোনো ছুটি থাকলে একটানা ৩ দিনের ছুটি ভোগ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
২০২১ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২২ দিন ছুটি। সাধারণ ছুটির মধ্যে রয়েছে : ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, মে দিবস (১ মে), ৭ মে জুমাতুল বিদা, ১৪ মে ঈদুল ফিতর, ২৬ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ২১ জুলাই ঈদুল আজহা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৩০ আগস্ট জন্মাষ্টমী, ১৫ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৯ অক্টোবর ঈদে মিলাদুন্নবী (সাঃ), ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)।
এছাড়া নির্বাহী আদেশে মোট ছুটি ছিলো ৮ দিন। শবেবরাত, বাংলা নববর্ষ, শবেকদর, ঈদুল ফিতরের আগে ও পরের দিন, ঈদুল আজহার আগে ও পরের দিন এবং আশুরার দিন নির্বাহী আদেশে ছুটি ছিলো। সূত্র : ঢাকা পোস্ট।

 

 

সর্বাধিক পঠিত