• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ঘন কুয়াশায় চাঁদপুর-শরীয়তপুর ফেরি চলাচলে বিঘ্ন

প্রকাশ:  ১৯ জানুয়ারি ২০২১, ১৩:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকার ৮ ঘণ্টা পর চাঁদপুর-শরীয়তপুর নৌরূটে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার ১৮ জানুয়ারি সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডবিস্নউটিসি) হরিণা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্যিক) ফয়সাল আলম চৌধুরী।

এর আগে ঘন কুয়াশার কারণে রোববার দিবাগত রাত পৌনে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। এতে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে শত শত যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। তিনি জানান, রোববার দিবাগত রাত তিনটার দিকে মেঘনা নদী ঘনকুয়াশার আবরণে ঢেকে যায়। তখন থেকে চলাচলরত ৬টি ফেরি বন্ধ রাখা হয়। সোমবার সকাল এগারোটার সময় কুয়াশা কমে আসলে পুনরায় শুরু হয় ফেরি চলাচল।

এদিকে, গতকালও সন্ধ্যার পর থেকে নদীতে কুয়াশার আবরণ দেখা যায়। এই পরিস্থিতি আরো দু-একদিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়। এদিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বিঘি্নত হওয়ায় চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাটের দুপাড়ে অসংখ্য যানবাহন আটকা পেেছ। এতে দুর্ভোগে পড়েছেন পরিবহনের যাত্রীসাধারণ, গাড়িচালক ও হেলপার।

অপরদিকে ঘন কুয়াশায় রাতে ও সকালে চলাচলরত যাত্রীবাহী লঞ্চগুলো পড়েছে চরম বিপাকে। নির্দিষ্ট সময়ে লঞ্চগুলো ছেড়ে গেলেও কুয়াশার কবলে পড়ে ধীরগতিতে চালাতে হয়েছে। এতে গন্তব্যে পেঁৗছাতে লঞ্চগুলোকে নির্ধারিত সময়ের দুই থেকে তিন ঘণ্টা বিলম্বে পৌঁছতে দেখা যায়। প্রচ- শীতের মধ্যে যাত্রীরা নিদারুণ কষ্ট ভোগ করে।

সর্বাধিক পঠিত