• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে চাঁদপুর পৌরসভা নির্বাচনে ভোটগ্রহন চলছে

প্রকাশ:  ১০ অক্টোবর ২০২০, ১৩:৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচনের ভোট গ্রহন ৫২টি কেন্দ্রে সকাল ৯টা থেকে চলছে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের বেশ উপস্থিতি ছিলো। এর মধ্যে নারী ভোটার সংখ্যাই বেশী। সকাল ১০টায় শহরের সব্দার খান কেন্দ্র, লেডী প্রতিমা, চাঁদপুর সরকারি কলেজ, গণি উচ্চ বিদ্যালয়, ডিএন উচ্চ বিদ্যালয়, শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় ও বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার। তাদের নেতৃত্ব দিচ্ছেন জেলা প্রশাসনের ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সকাল ১০টায় ডিএনএ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন নৌকার প্রাথি অ্যাড: জিল্লুর রহমান জুয়েল, তাঁর সাথে কথা হলে তিনি জানান, ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত। নৌকার বিজয় আসবে ইনশাল্লাহ।

নিবাচনে ৩ জন মেয়র, ৫০ সাধারণ কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটার সংখ্যা পুরুষ ৫৮হাজার ১শ’ ৪৪জন। মহিলা ভোটার ৫৮ হাজার ৩৪৩জন। সর্বমোট ভোটার সংখ্যা ১লাখ ১৬ হাজার ৪শ’ ৮৭জন। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে জেলা পুলিশের পক্ষ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।