• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল সংসদে উত্থাপন করলেন শিক্ষামন্ত্রী

প্রকাশ:  ২৪ জুন ২০২০, ০৯:৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জাতীয় সংসদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২০ উত্থাপন করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে বাজেট অধিবেশন চলাকালে বক্তৃতা করেন। এই বক্তব্যের সময় শিক্ষামন্ত্রী মহান সংসদে বিলটি উত্থাপন করেন।

এদিকে শিক্ষামন্ত্রীর এই বিল উত্থাপনের মধ্য দিয়ে চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার দ্বার উন্মোচিত হলো। এটি এখন শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হবে। স্থায়ী কমিটিতে এটি আলোচনা হয়ে পুনরায় সংসদে পাঠানো হবে। এরপর সংসদে পাস হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুরে সর্বশেষ সফরে এসে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত এক বিশাল জনসভায় চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতি দিয়ে যান। প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতিই বাস্তবায়নের দ্বার উন্মোচন হলো।

সর্বাধিক পঠিত