• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

গাড়ি বহরে হামলা: উপজেলা ছাত্রলীগের সভাপতি কারাগারে

প্রকাশ:  ০২ অক্টোবর ২০১৭, ১৮:১৯
ফেনী প্রতিনিধি
প্রিন্ট

ফেনী-৩ আসনের আ.লীগ দলীয় স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্যাহর গাড়ি বহরে হামলার ঘটনা সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ওই মামলায় আত্মসমর্পণ করলে আদালত কারাগারে পাঠানোর  নির্দেশ দেন।
 
জানা গেছে, ২০১৫ সালে উপজেলার ভোরবাজারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহর গাড়ী বহরে হামলার ঘটনা ঘটে। এতে পুলিশ সহ ১০ জন আহত হয়। এ ঘটনায় সোনাগাজী মডেল থানার এস.আই রমজান আলী বাদী হয়ে ছাত্রলীগ নেতা রবিনকে প্রধান আসামী করে মামলা রুজু করে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, মামলায় রবিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল, সে দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এছাড়া তার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে।