• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

হামানকর্দ্দিতে ফ্রি ডেন্টাল ও ক্যান্সার শনাক্তকরণ ক্যাম্প

প্রকাশ:  ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার মৈশাদীর হামানকর্দ্দিতে ফ্রি ডেন্টাল ও ক্যান্সার শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্বপ্নমঞ্চের আয়োজনে ও নোভাএইড ডেন্টাল কেয়ারের সহযোগিতায় দিনব্যাপী এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল ১০টায় দক্ষিণ হামানকর্দ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্পের উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টারস্) মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকির, চাঁদপুর নোভা এইডের ব্যবস্থাপনা পরিচালক মুশতাক আহমেদ খান, চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছায়াতরুর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরিফ রাসেল। দিনব্যাপী ডেন্টাল ক্যাম্প কার্যক্রম পরিচালনা করেন মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ নাজমুন নাহার মমি। অনুষ্ঠানে অন্যদের মাঝে আলোচনায় অংশ নেন শিক্ষক নেতা বিএম জাকির হোসেন, এমরান হোসেন রাজন, সুমন কুমার দত্ত প্রমুখ। এদিন প্রায় শতাধিক রোগী দাঁত ও মুখের চিকিৎসা গ্রহণ করে।

সর্বাধিক পঠিত